মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরে সেচ পাম্পের পানি দেওয়ার জন্য মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- ছাত্তারকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪২) ও একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে কৃষি শ্রমিক হানিফ আলী (৪৫)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে কৃষক মোঃ আকরাম হোসেন কৃষি শ্রমিক হানিফ আলীকে সাথে নিয়ে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


