নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ওয়ার্কসপ মিস্ত্রী ইউসুফ আলী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত ইউসুফ আলী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে ওয়ার্কসপ মিস্ত্রী ইউসুফ আলী কর্মস্থল সিংগাইরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বেলা সাড়ে ৯টার দিকে ঘটনা স্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ফল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ আলী মোটরসাইকেলসহ ট্রাকের নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ লাশ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করে।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।