নিজস্ব প্রতিবেদক: রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরজেএ) আয়োজিত বার্ষিক বনভোজন-২০২৫ পরিণত হয়েছিল এক অনন্য মিলনমেলায়। কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নবীন-প্রবীণ সাংবাদিকদের এই জমজমাট আয়োজনের ভিন্ন মাত্রা এনে দিয়েছিল তাদের বন্ধন আর আনন্দ।
সাংগঠনিক সভাপতি এস এম পিন্টুর নেতৃত্বে গত ৭ জানুয়ারি সকালে চট্টগ্রামের টাইগার পাস থেকে বনভোজনের প্রথম গাড়ি রওনা হয়। কিছুক্ষণ পর মুরাদপুর থেকে যাত্রা শুরু করে দ্বিতীয় গাড়ি। সফরের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দমুখর—গল্প, কবিতা, গান, আড্ডায় সময় পার করেছেন অংশগ্রহণকারীরা।
কক্সবাজার পৌঁছানোর পর ওয়াল্ডবিচ রিসোর্টে সবাই নিজেদের কক্ষ বুঝে নিয়ে শুরু করেন দুই দিনের প্রাণবন্ত ভ্রমণ। প্রথম দিন দুপুরে তারকামানের হোটেলে ভোজনপর্ব শেষে পর্যটকরা দল বেঁধে ঘুরে দেখেন বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন। এখানে তাঁরা ফটোসেশন ও সংবাদ সংগ্রহে ব্যস্ত সময় কাটান।
এরপর সূর্যাস্ত উপভোগের জন্য সবাই সমুদ্র সৈকতে যান। বৈকালিক নাস্তা সেরে সৈকতের নরম বালিতে হাঁটতে হাঁটতে চলতে থাকে ছবি তোলা আর ভিডিও ধারণ। সৈকতের শান্ত ঢেউ আর নরম বাতাসে একঝাঁক সাংবাদিক যেন ভুলে গিয়েছিলেন দৈনন্দিন ব্যস্ততা।
রাতের খাবারের আয়োজন ছিল কক্সবাজারের বিখ্যাত আল গণি রেস্তোরাঁয়। এভাবেই সমুদ্রের সান্নিধ্যে প্রথম দিনের সমাপ্তি হয়।
পরদিন সকাল সাড়ে ৯টায় সকালের নাস্তা শেষে ইনানী সৈকতের উদ্দেশে রওনা হয় সবাই। পথে দরিয়া নগর, হিমছড়ি ঝর্ণা, ইনানী রিসোর্টসহ নানা স্থানে থেমে থেমে চলতে থাকে ঘোরাঘুরি। কেউ দলবেঁধে গল্পে মেতে উঠেছিলেন, আবার কেউ সমুদ্রের ঢেউয়ের মাঝে ফিরে পেয়েছিলেন কৈশোরের উচ্ছ্বাস।
দুপুর আড়াইটায় পাটুয়ার টেক সমুদ্র সৈকতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বনভোজনের অভিজ্ঞতা শেয়ার করেন। সভাপতি এস এম পিন্টু ও অন্যান্য সিনিয়র সাংবাদিকরা এই আয়োজনে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
সন্ধ্যায় লালদিঘী পাড়ের বার্মিজ মার্কেটে কেনাকাটা শেষে রাত ৮টায় কক্সবাজার ছাড়ে বনভোজনের গাড়ি। পথে লোহাগাড়ায় হালাল ডাইন রেস্টুরেন্টে ভিআইপি ডিনারের পর মধ্যরাতে চট্টগ্রামে ফিরে শেষ হয় এই স্মরণীয় আয়োজন।
বনভোজনের প্রতিটি সদস্যকে স্পন্সর হিসেবে ল্যাপটপ ব্যাগ উপহার দেয় দুরন্ত বাজার সুপারশপ। এ উপহার আরও স্মরণীয় করে তুলেছে আয়োজনকে।
সাংবাদিকদের এই সমুদ্র বিলাসের প্রতিটি মুহূর্ত ছিল বন্ধন আর উৎসাহের প্রতীক। আরজেএ-র এই উদ্যোগ পেশাগত জীবনের বাইরে এক ভিন্নধর্মী আনন্দের অধ্যায় সৃষ্টি করেছে।