January 9, 2025 - 12:16 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশবগুড়ায় স্কুল শিক্ষিকা মারপিটের শিকার, মামলা নিচ্ছে না ওসি

বগুড়ায় স্কুল শিক্ষিকা মারপিটের শিকার, মামলা নিচ্ছে না ওসি

spot_img

বগুড়া প্রতিনিধি: গত ৬ ডিসেম্বর পূর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রভাবশালীদের দ্বারা মারপিটের শিকার হন বগুড়ার ধুনটের স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বিথী। ঘটনার পর তিনি থানায় এজাহার দায়ের করেন। কিন্তু থানার ওসি সাইদুল আলম গত এক মাসেও সেটি মামলা হিসেবে গ্রহণ করেননি। ওসি মামলা না নেয়ায় ওই প্রভাবশালী পক্ষের প্রতিনিয়ত অত্যাচার এবং হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতা ভুগছেন স্কুল শিক্ষিকা।

এর আগে গত ৫ ডিসেম্বর স্কুল যাওয়ার পথে বগুড়ার ধুনটের বেলকুচি সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা ফৌজিয়া হক বিথী স্থানীয় প্রভাবশালীদের দ্বারা মারপিটের শিকার হন। পরে ৭ ডিসেম্বর তিনি থানায় এজাহার দায়ের করেন। বিথী বেলকুচি গ্রামের রাজ্জাকুল কবির বিদ্যুৎ এর স্ত্রী।

বিথী এজাহারে উল্লেখ করেন, গত ৫ ডিসেম্বর তিনি বাড়ি থেকে বের হয়ে পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন স্থানীয় প্রভাবশালী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কুরুচিপূর্ণ ইঙ্গিত করেন। এরপর তিনি বিষয়টি তার ভাতিজা রাশেদ বাবু ভুট্টু, রাসেল মাহমুদকে জানালে তারা প্রতিবাদ করে। এতে তারা তাদের উপর ক্ষিপ্ত হয়। পরে গত ৬ ডিসেম্বর বিকাল আনুমানিক ৫টায় রাশেদ বাবু ভুট্টু ও রাসেল মাহমুদ বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে আসামীরা তাদের মারপিট করে। এ খবর শুনে তিনি তার ছেলে আহনাফ কবির বর্ণিল (১৫) কে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি আসামীদের বাধা দিলে তারা তাকেও মারপিট করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন আসলে আসামীরা তাদের ফেলে চলে যায়।

স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বিথী বলেন, গত ৭ ডিসেম্বর থানায় এজাহার দিয়েছি। ওসি সাহেব তদন্ত সাপেক্ষের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই করেনি। এজাহারের তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন। তাকেও একাধিকবার ফোন দিয়েছি জানার জন্য তারা কি সিদ্ধান্ত নিয়েছেন। মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে কিনা। তিনি জানিয়েছেন, আমরা আপনাকে ডাকবো। তখন থানায় আসেন। কিন্তু তারা আমাকে ডাকেনি। আমি ফোন দিলেও তিনি আর রিসিভ করেন না।

এদিকে আসামী পক্ষের লোকজন দুই তিন পরপর গভীর রাতে আমার বাড়িতে ঢিল ছুড়ছে। মাঝে মধ্যে রাতে দরজায় লাঠি দিয়ে আঘাত করে করে যাচ্ছে। রাস্তাঘাটে চলাফেরার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার কর্মস্থল স্কুল মাঠে এসেও গালিগালাজ করে। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে বা স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে তাদের লোকজন আমার পিছু পিছু আসে এবং থুথু ফেলে গালিগালাজ করে। গতকাল রাত আড়াইটায় আমার বাড়িতে অনেকগুলো ঢিল ছুড়েছে। আমি খুব অতিষ্ট। আমি এর সুষ্ঠু সমাধান চাই।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, এজাহারটা ওই অবস্থাতেই আছে। আমরা তদন্ত করে দেখেছি ওটা নিজেদের পারিবারিক একটা বিষয়। তার ভাতিজার সাথে দ্বন্দ্ব। এটা সামান্য বিষয়। এজাহার করার মতো না আর কি। রাস্তায় গালিগালাজ এটা সত্য বিষয় না। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাদের মধ্যে একটা মানসিক একটা বিষয় কাজ করছে। বাড়িতে ঢিল ছোড়া বা দরজায় লাঠির আঘাতের কোন তথ্য পাইনি। এজাহারে তো ওরকম কিছু লেখা নেই। এটাকে পারিবারিক বিষয় হয়ে থাকলে থানা থেকে বিষয়টি সুরাহা করার কোন সুযোগ আছে কিনা বা চেষ্টা করেছিলেন জানতে চাইলে তিনি বলেন, এখনও করা হয়নি। তবে আমরা উভয়পক্ষকে ডেকে আপোষ মীমাংসার চেষ্টা করবো।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে বাস চাপায় শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন। নিহত মো.মাঈন উদ্দিন (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে। বৃহস্পতিবার (৯...

খালেদা জিয়া-তারেক রহমানের ছবি পোস্ট করে তোপের মুখে অরুণা

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপরে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে চরম সমালোচনার মুখে পড়েন ঢাকাই সিনেমার এক সময়ের চিত্রনায়িকা...

রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম সংশোধনে আপিল বিভাগে আবেদন

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম সংশোধনের জন্য আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করেছে বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। বৃহস্পতিবার (৯...

রহিম টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ জানুয়ারি দুপুর ২:৪৫ মিনিটে অনুষ্ঠিত...

দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ফেল সাকিব

স্পোর্টস ডেস্ক : বোলিং অ্যাকশন শোধরাতে টানা দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি বিশ্বের সেরা অলরাউন্ডার ও সাবেক বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান।...

চলো হাঁটি: Let’s Walk-Walkathon 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকার সড়কে ৫ কিলোমিটার পথ হাঁটলেন পাবলিক পলিসি রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান এবং ইউএইচসি ফোরামের আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান...

হাসিনার প্রত্যাবাসন চেয়ে চিঠির জবাব দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লি থেকে কোনো জবাব...

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

কর্পোরেট সংবাদ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’...