বগুড়া প্রতিনিধি: বগুড়ার যুবলীগ নেতা ও বগুড়ার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলহাজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে শহরের সূত্রাপুর ঈদগাহসংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আলহাজের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আলহাজ শেখ শহরের সূত্রাপুর এলাকার মৃত মুনছুর শেখের ছেলে। জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
জানা গেছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন জেলা যুবলীগের এই দুর্ধর্ষ নেতা। ৩০ ডিসেম্বর রাতে তিনি সূত্রাপুরের নিজ বাড়িতে ফেরেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালান।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার বাড়িতে অভিযান পরিচালনা করে আলহাজ শেখকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে ৬টি হত্যা, বিস্ফোরক ও একটি অস্ত্রসহ মোট ২০টি মামলা রয়েছে।