নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে সুমাইয়া (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া ঐ এলাকার সিফাতের স্ত্রী ও উপজেলার গোবিন্ধল গ্রামের ফরমান আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মাস আগে সুমাইয়ার পারিবারিকভাবে উপজেলার কলাবাগান এলাকার সিফাতের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সাথে কলহ চলছিল। সেই কলহের জের ধরে বসত ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় বলে দাবি শ্বশুরবাড়ীর লোকজনের। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ শ্বশুর বাড়ীর লোকজন নামিয়ে ফেলে।
নিহতের পরিবারের দাবি সুমাইয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় স্বামী সিফাত পলাতক রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জসিম উদ্দিন জানান, সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রির্পোট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।