বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মেহেদী হাসান প্রকৃতি (২৬) এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাতে ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার কল্যাণনগর গ্রামের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। সে নন্দীগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি পৌর এলাকার নন্দীগ্রাম পূর্ব পাড়ার রফিকুল ইসলামের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে মেহেদী হাসান প্রকৃতি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হাটকড়ইয়ের দিকে যাচ্ছিলেন। কল্যাণনগর নামক স্থানে সড়কের পাশে থেমে থাকা একটি ইটবোঝাই ট্রাকের (ঢাকা-মে-ট-১৪-২০৫০) পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক প্রকৃতি গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আ.লীগ নেতা নিহতট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আ.লীগ নেতা নিহত। ওসি জানান, লাশ পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।