নিজস্ব প্রতিবেদক : ‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ে জনমত গঠনে দেশব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কর্মসূচি অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ করবে সংগঠনটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এ কর্মসূচিতে যৌথভাবে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেছেন, “গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশনের (ঘোষণাপত্র) দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার এর পক্ষে ঘোষণা দিয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি, এই ঘোষণাপত্রে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফ্যাসিবাদী সরকার সব মানুষের টুঁটি চেপে ধরেছিল। আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, “সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। অভ্যুত্থানের সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগিরই কাজ শুরু করবে। সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ১৫ তারিখের মধ্যে প্রক্লেমেশন ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। সেখানে আমরা অনেকগুলো বিষয়ের দাবি জানিয়েছিলাম, সেগুলো মধ্যে অন্যতম ছিলো, বিচার, সংস্কার ও গণপরিষদের নির্বাচন। ডেডলাইন দেয়ার পরও সরকারকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে কিংবা দ্রুত সময়ের মধ্যে কার্যত একটা দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোরকে ডাকুক। গণঅভ্যুত্থানের শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আহ্বান করুক।
তিনি আরও বলেন, আমরা প্রক্লেমেশনের একটা ড্রাফটিং তৈরি করেছি প্রত্যেক অংশীজনকে দেয়ার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রতিটি পাড়া মহল্লায়, স্কুল-কলেজ, কলকারখানায়সহ সারাদেশে ঘোষণাপত্র সাপ্তাহ উদ্যাপন করব।
‘এরমধ্যেই দিয়ে জাতির সামনে আমরা নতুন পরিকল্পনা উপস্থাপন করব। জনগণের কাছে যাব, জনগণকে কানেক্ট করব। রাজনৈতিক দলগুলোকে ঐক্যের জায়গায় প্রক্লেমশনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সবার দায়িত্ব রয়েছে। সংকটকালীন মুহূর্তে সবাই তার দায়িত্ব পালন করবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছি। আলোচনা এখনও চলমান। আমাদের ড্রাফটিং সবার কাছে পাঠিয়েছি।