কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে সম্প্রতি টাইমস অ্যালজেব্রার ‘এক্স’ হ্যান্ডেল (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্টে দাবি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টির সত্যতার বিষয় স্পষ্ট করেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট-সিএ প্রেস উইং ফ্যাক্টসে বৃপোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এক্স-এর এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা।’
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। এছাড়া ‘পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’ বলে জানিয়েছে প্রেস উইং।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশে দিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে বলে একের পর এক ভুয়া সংবাদ প্রকাশ করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিভিন্ন ভুয়া ও অসত্য তথ্য প্রচার করছে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট। সূত্র-বাসস।