নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার (১ জানুয়ারি) দুপুরে এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা উচিত এবং হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেফতার করা প্রয়োজন।
সমিতির সভাপতি নাজিম উদ্দিন মানববন্ধনে বলেন, “আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে চিম্ময় দাসের উস্কানি ছিল। পুলিশ প্রিজন ভ্যানে চিম্ময় দাসের বক্তব্য তার সমর্থকদের উস্কানি দিয়েছিল, যার ফলে একাধিক ঘটনা ঘটেছে এবং পরিণামে আমাদের ভাই আলিফের হত্যাকাণ্ড হয়েছে। আমাদের দাবি, হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ঘরে ফিরে যাবে না।”
তিনি আরো বলেন, “ইসকনের সন্ত্রাসী গোষ্ঠী এবং চিম্ময় কৃষ্ণ দাসের উস্কানির ফলে এমন একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, যা চট্টগ্রামের ১৩১ বছরের ইতিহাসে কখনও ঘটেনি। আমরা দাবি জানাচ্ছি, যারা এই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতিটি মামলায় গ্রেফতার করা হোক।”
সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, “আমরা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করেছি, তবে যতক্ষণ পর্যন্ত ইসকনের সন্ত্রাসীদের গ্রেফতার না করা হবে, আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা এবং দ্রুত বিচার আইনের আওতায় আনা হোক। বাংলাদেশের ৭০ হাজার আইনজীবী এই মামলার দ্রুত বিচার চায়।”
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের, আবদুস সাত্তার, শামসুল আলম এবং সোলেমান হায়দারসহ অন্যান্য আইনজীবীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
নাজিম উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এই হত্যাকাণ্ডের তদন্ত সঠিকভাবে ও দ্রুত শেষ না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হব। এই মামলার গুরুত্ব অত্যন্ত বেশি, এবং প্রশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করতে হবে।”
এদিকে, আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যদি তদন্তে কোনো অগ্রগতি না হয়, তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন।