December 5, 2025 - 6:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতআইনজীবী আলিফ হত্যার পেছনে উস্কানি: দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

আইনজীবী আলিফ হত্যার পেছনে উস্কানি: দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার (১ জানুয়ারি) দুপুরে এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা উচিত এবং হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেফতার করা প্রয়োজন।

সমিতির সভাপতি নাজিম উদ্দিন মানববন্ধনে বলেন, “আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে চিম্ময় দাসের উস্কানি ছিল। পুলিশ প্রিজন ভ্যানে চিম্ময় দাসের বক্তব্য তার সমর্থকদের উস্কানি দিয়েছিল, যার ফলে একাধিক ঘটনা ঘটেছে এবং পরিণামে আমাদের ভাই আলিফের হত্যাকাণ্ড হয়েছে। আমাদের দাবি, হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ঘরে ফিরে যাবে না।”

তিনি আরো বলেন, “ইসকনের সন্ত্রাসী গোষ্ঠী এবং চিম্ময় কৃষ্ণ দাসের উস্কানির ফলে এমন একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, যা চট্টগ্রামের ১৩১ বছরের ইতিহাসে কখনও ঘটেনি। আমরা দাবি জানাচ্ছি, যারা এই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতিটি মামলায় গ্রেফতার করা হোক।”

সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, “আমরা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করেছি, তবে যতক্ষণ পর্যন্ত ইসকনের সন্ত্রাসীদের গ্রেফতার না করা হবে, আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা এবং দ্রুত বিচার আইনের আওতায় আনা হোক। বাংলাদেশের ৭০ হাজার আইনজীবী এই মামলার দ্রুত বিচার চায়।”

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের, আবদুস সাত্তার, শামসুল আলম এবং সোলেমান হায়দারসহ অন্যান্য আইনজীবীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

নাজিম উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এই হত্যাকাণ্ডের তদন্ত সঠিকভাবে ও দ্রুত শেষ না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হব। এই মামলার গুরুত্ব অত্যন্ত বেশি, এবং প্রশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করতে হবে।”

এদিকে, আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যদি তদন্তে কোনো অগ্রগতি না হয়, তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...