নিজস্ব প্রতিবেদক: “মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার গোলাইডাঙ্গা বাস্তা মার্কেটে প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রায় ৪০০ পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে ২০ জন মাদ্রাসার এতিম ছাত্রও এ শীতবস্ত্র পায়। সেই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে বাস্তা উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ৫০ হাজার ও মমতাজ নামের একজন গৃহহীন নারীকেও ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামশা ইউপি সদস্য ইস্তাফুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চারিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম তালুকদার স্বাধীন, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান, বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান সোহেল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শরীফ,প্রচার সম্পাদক ইলিয়াস খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রিপন উদ্দিন, বিএনপি নেতা জাহাবুল, ওএবি ব্রিকসের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার রিয়াজুল,আফ্রিকা প্রবাসী জাহিদুর রহমান দুলাল ও সৌদি প্রবাসী নূরুল ইসলাম প্রমুখ। এ মহৎ কাজের আর্থিক অনুদান দিয়ে পৃষ্ঠপোষকতা করেন – প্রবাসী সাইফুল ইসলাম, মাসুদ রানা, সানোয়ার হোসেন ও আলামিন।