ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় পাকা রাস্তার পাশ থেকে চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১ জানুয়ারি)সকাল সাড়ে ৮ টার দিকে লাশটি উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো টিপু সুলতান জানান, উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা চৌরাস্তা সংলগ্ন পাকা রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে স্থানীয়রা।পরে থানা পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি থানা হেফাজতে নিয়ে আসা হয়। তবে নিহতের পরিচয় স্থানীয়রা কেউ শনাক্ত করতে পারেনি।
পরবতীতে বিষয়টি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে অবহিত করা হয়েছে। নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।কিভাবে এই ব্যাক্তির মৃত্যু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা এবং অনুসন্ধানের পর জানা যাবে।এই বিষয়ে অনুসন্ধান চলছে।
এদিকে,খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো.মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ থানা প্রাঙ্গনে রাখা ছিল।