মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের প্রতিদিনের চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণে ভারতীয় ফেনসিডিলসহ অমিদ হাসান (২০) নামে এক মাদক কারবারি আটক ও মদসহ বিভিন্ন প্রকারের পণ্যসামগ্রী জব্দ হয়েছে।
যশোরের শার্শা উপজেলা ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে আটককৃত অমিদ হাসান।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, আইসিপি ক্যাম্প এবং আন্দুলিয়া বিওপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামি সহ সর্বমোট ২০ রাখ ৫শ’ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশী মদ, শাড়ি, থী-পিস, তৈরি পোশাক, মোবাইল ও কসমেটিক্স,বিভিন্ন সামগ্রী আটক করা হয়েছে।