মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিদিন লাখো পর্যটক ভিড় করছে। পর্যটকদের এই ঢল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু এবার থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার সৈকতের উন্মুক্ত স্থানে কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না। তবে কয়েকটি তারকামানের হোটেল প্রশাসনের অনুমতি নিয়ে নানা আয়োজন রেখেছে।
শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন সম্পন্ন করতে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও হোটেলমালিকদের সঙ্গে সমন্বয় সভা করে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণভাবে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে।
থার্টি ফার্স্ট নাইটে সৈকতে আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সৈকতের কোথাও উন্মুক্ত স্থানে কনসার্ট বা অন্য কোনো অনুষ্ঠান থাকছে না। তবে প্রশাসনের অনুমতি নিয়ে একাধিক তারকামানের হোটেল কনসার্টের আয়োজন করছে। সেখানে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।