মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই পাচার কারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি।
আটককৃতরা হলেন-নড়াইল জেলার সরকেরডাঙ্গা গ্রামের বুলু মুন্সির মেয়ে সুমি খানম (২৫) সাতক্ষীরা জেলার বড়দলগ্রামের ফিলিপ সরকার মেয়ে পিংকি সরকার (২৪)
আজ ভোররাতে যশোরের শার্শা উপজেলা শিকারপুর (বিওপি) সীমান্ত দিয়ে মেইন পিলার ২৮/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ভিতরে তাদেরকে সার্বিক দিক নির্দেশনায় একটি নিয়মিত টহল দল ২ জন নারীকে আটক করেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যশোর ব্যাাটালিন (৪৯ বিজিবি এর অধিনায়ক লেঃকর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বিষয়টি নিশ্চিত করে বলেন,শিকারপুর বিওপি অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশী নারীকে আটক করা হয়েছে। আটককৃত নারীদের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।