সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চক্রধা ইউনিযনের চক্রধা পুর্বপাড়াস্থ গ্রামের নিজ বাড়ি থেকে মোছাঃ জেসমিন আক্তার নামে এই নারীকে ১৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার স্বামীর বাড়ি একই উপজেলার মুনসেফেরচর গ্রামে। তার স্বামীর নাম মোঃ কাউসার মিযা।
এলাকাবাসী জানায়, জেসমিন আক্তার দীর্ঘদিন যাবত শিবপুরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে তার সৌন্দর্যের আড়ালে এই ব্যবসা করে আসছে। তাকে দেখে বিশ্বাসই হবে না সে ইয়াবা কারবারি। অথচ সে জমজমাট ইয়াবা ব্যবসা করে এলাকার যুব সমাজ ধংস করে দিচ্ছে। ইয়ারা ব্যবসা করার কারণে স্বামীর সংসারও ছেড়ে দিয়েছে জেসমিন। তার স্বামী একজন প্রবাসী বলে জানা গেছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, জেসমিন একজন ইয়াবা কারবারি। তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার ১৬(১৩)২৪ ধারা মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০ক /৪১ রজু করা হয়।