December 22, 2024 - 7:24 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

spot_img

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক ব্যক্তির নাম মেহেদী হাসান মুন্না (২৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।

ভুক্তভোগীরা হলেন-ভোমরার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন। এরমধ্যে ওবায়দুল্লাহ গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।

ছিনতাইকারীদের ছিনতাই করে পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা গেছে, ছিনতাইকারীদের মাস্টারমাইন্ড সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুজ্জামান রফিক ছিনতাই করা টাকার ব্যাগ নিয়ে নিজেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, ব্যাংক থেকে মোটরসাইকেলে করে ২৩ লাখ ৩৮ হাজার ৫শ’ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ীর দুই কর্মচারী। পরে দুটি মোটরসাইকেলে পাঁচজনের একটি দল পিছু নেয় তাদের। সুযোগ বুঝে তাদের ওপর আক্রমণ করে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। এ সময় মুন্নাকে আটক করে স্থানীয়রা।

এ ঘটনায় পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সাতক্ষীরা পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব আজিজুর রহমান সেলিম সাক্ষরিত প্যাডে ৯নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক ও টাকা ছিনতাইকারী চক্রের মাস্টার মাইন্ড মো. রফিকুজ্জামান রফিককে সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

ছিনতাইয়ের ঘটনায় আটক মেহেদী হাসান মুন্না স্বীকারউক্তি দিয়ে জনিয়েছেন, অন্য ছিনতাইকারীরা হলেন-পৌর ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুজ্জামান রফিক। তার সহযোগী থানাঘাটা এলাকার আরাফাত হোসেন, আবাদেরহাট এলাকার খোকন আলীর ছেলে নয়ন হোসেন এবং থানাঘাটা নলকুড়া এলাকার এজাজুল হক। ছিনতাইকারীরা সবাই স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিকের অনুসারী কর্মী।

ভুক্তভোগী ওবায়দুল্লাহ সরদার বলেন, আমি ও শওকত আলী বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা তুলে মোটরসাইকেল করে ভোমরায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলাম।

শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল আর আমি টাকার ব্যাগ নিয়ে তার পেছনে বসে ছিলাম।

এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ ছিনতাইকারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের ফলো করে। আমাদের পিছো নেয়

একপর্যায়ে বিকেল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড় এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে মোটরসাইকেলে আঘাত করলে শওকত মোটরসাইকেল থেকে পড়ে যায়। তখন আমি টাকার ব্যাগ নিয়ে দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। পরে তারা কয়েকজন মিলে আমাকে ধরে এলোপাতাড়ি মারধর করে কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

শওকত হোসেন বলেন, ছিনতাইকারীরা যখন টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলো, তখন আমরা দু’জন তাদের পিছে দৌঁড়াতে শুরু করি। এ কারণে একজন ছিনতাইকারী মোটরসাইকেলে উঠতে না পারায় আমরা তাকে ধরতে সক্ষম হই। কিন্তু বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।

ভোমরার মেসার্স মা ট্রেডার্সের সত্ত্বাধিকারী ব্যবসায়ী মো. আমির হামজা জানান, ভোমরা বন্দরের ব্যবসায়ীদের কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। কিন্তু আমরা ব্যবসায়ীরা যদি ব্যবসার টাকা নিয়ে নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে না পারি, তাহলে এই বন্দর দিয়ে কীভাবে ব্যবসা করব। আজ আমার টাকা ছিনতাই হয়েছে, কাল অন্য ব্যবসায়ীদের টাকা ছিনতাই হবে! এটি খুবই দুঃখজনক।

তিনি বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক মুন্নার দেওয়া তথ্যে মোট পাঁচ ছিনতাইকারীর সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, ছিনতাই করা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিক। আমি এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুজ্জামান রফিক পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

এ ছাড়া মোট চারজনের নামে মামলা হয়েছে। আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করে এর বাইরে কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ফিরছে এক্স সিরিজ, ভিভোর নতুন উদ্ভাবনে নতুন ফ্ল্যাগশিপ

কর্পোরেট ডেস্ক: বছর শেষে স্মার্টফোনপ্রেমিদের দারুণ খবর দিচ্ছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রায় ২ বছর পর আবারো দেশে আসছে ভিভোর ফ্লাগশিপ এক্স সিরিজের...

নরসিংদীতে ডাকাত গ্রেপ্তার, অস্ত্রসহ ডাকাতির মালামাল উদ্ধার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা থেকে আজিজুর রহমান ওরফে আজি বৈরাগী (৩২) নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল...

নালিতাবাড়ীতে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি...

গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরান বাজার...

জামাকাপড় দীর্ঘদিন নতুন রাখার উপায় জেনে নিন

অনলাইন ডেস্ক: সময়ের অভাবে পোশাকের বিশেষ যত্ন নিতে পারেন না অনেকেই। জামাকাপড় ভালো রাখতে যে বাড়তি সময় দিতে হবে, এমন কিন্তু নয়। বরং কয়েকটি...

ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় শ্রাবনী আক্তার খুশি (১৫) নামের এক তরুনী মেয়ে থেকে ছেলে হিসেবে রুপান্তর হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া...

ঝিনাইদহে ৩ দিনব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে ৩ দিনব্যাপী...

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এতে ৮৫৮...