মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শফিকুল ইসলাম অপরজন জামালপুর জেলা জলিল মিয়া। তারা পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয়রা জানান, দুপুরে কাজে যাওয়ার সময় মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরানবাজার এসে পৌঁছালে অপরদিক থেকে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলে দুজনের নিহত হন।
নিহতদের স্বজনরা জানান, গাজীপুর মহানগরীর পুরুলিয়া এলাকা ভাড়া বাসায় থেকে তারা রাজমিস্ত্রি কাজ করতেন।
চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস মিয়া জানান ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক জব্দ করে ড্রাইভারকে আটক করা হয়েছে।