December 9, 2025 - 2:33 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতসিংগাইরে ১০ ইউপি চেয়ারম্যান ফিরে পেলেন প্রশাসনিক ক্ষমতা

সিংগাইরে ১০ ইউপি চেয়ারম্যান ফিরে পেলেন প্রশাসনিক ক্ষমতা

spot_img

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের রায়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন। চেয়ারম্যানদের পক্ষে এক রীট পিটিশনের মাধ্যমে জেলা প্রশাসকের জারি করা প্রজ্ঞাপন তিন মাসের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। সেই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সহকারী সচিব ইউপি শাখা, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে (ভূমি) রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে আদেশ দিয়েছেন বলে রীটকারী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম শুক্রবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বাদী পক্ষের আইনজীবী জানান, গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে সিংগাইর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ব্যতিত ১০ চেয়ারম্যান ধারাবাহিক অনুপস্থিতির কারণে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেন। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেন। যার প্রেক্ষিতে চেয়ারম্যানদের পক্ষ থেকে জামশা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করেন।

গত ৯ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে জেলা প্রশাসকের দেয়া আদেশকে ৩ মাসের জন্য স্থগিত করে বিবাদীদের রুল জারি করেন। আদালতের আদেশের কপি জেলা প্রশাসকের অফিসে জমাও দিয়েছেন বলে বাদীপক্ষের আইনজীবী জানান।

সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. গোলাম রহমান ভূইয়া,মিস শামীমা সুলতানা( দিপ্তি), সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)মো. এমদাদুল হানিফ,সুমাইয়া আজিজ ও এবিএম ইব্রাহীম খলিল।

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে রীটের আবেদনকারী জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে আমরা জনগণের সেবা করছি,ভবিষ্যতেও করতে চাই। এজন্য প্রয়োজন প্রশাসনসহ সকলের সহযোগিতা।

এ প্রসঙ্গে ১০ ইউপি চেয়ারম্যানের প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের চিঠির মাধ্যমে তার নির্দেশ মোতাবেক ১০ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আদালত যদি ওই আদেশ স্থগিত করে থাকেন সেক্ষেত্রে ডিসি স্যারের নির্দেশ মোতাবেক দায়িত্ব ছেড়ে দিব। জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করবেন এটাই স্বাভাবিক।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর এ উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম চালালেও ধারাবাহিক অনুপস্থিতর কারণে জেলা প্রশাসক তাদের ক্ষমতা সহকারী কমিশনারের (ভূমি) ওপর অর্পণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার...

লিবরা ইনফিউশনসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব...

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে”।...

যমুনা ব্যাংকের “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” নামে ২টি পৃথক...

কমলগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা এলাকায় মোঃ আক্কাছ মিয়া (২২) রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। নিহত আক্কাছ ওই গ্রামের মোঃ আব্বাস মিয়ার বড়...

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর)...

লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। রোববার...

রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’

কর্পোরেট ডেস্ক: টেকসই সবুজ যাতায়াত এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার সম্প্রসারণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ব্যবহারের জন্য পরিবেশ-বান্ধব ‘রবি...