ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে মোবাইল ফোনে খেলা ছেড়ে পড়তে বলায় রাগ করে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ভূঁইয়া (১২) ওই গ্রামের নাছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ফাহিম ভূঁইয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। তার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল মঙ্গলবার রাতে ঘরে পড়তে বসে। এর মধ্যে ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে খেলতে দেখে তার বাবা বকাঝকা করেন। রাগে-অভিমানে সবার অজান্তে গলায় মাফলার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে আত্মহত্যা করে সে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাহিমের মামা মেহেদী হাসান পলাশ বলেন, ‘ফাহিম অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। মোবাইল রেখে পড়তে বলায় সে রাগে এমন ঘটনা ঘটিয়েছে। গলায় ফাঁস দিয়ে হয়তো সে বাঁচতে চেষ্টা করেছিল, কারণ তার বইগুলো বিছানার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেখানেই প্রস্রাব করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘বার্ষিক পরীক্ষা চলছে। আর দুইটা পরীক্ষা বাকি ছিল। এর মধ্যে আদরের ভাগনেকে এভাবে হারাতে হবে, ভাবতে পারিনি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ আহমেদ এ বিষয়ে বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’