মো: বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী মামলা করে বিপাকে পড়েছে সন্ত্রাসী হামলার শিকার রুহুল আমিন (৪০) এর পরিবার। আহত রুহুল আমিন বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলা তুলে নিতে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দিচ্ছে হামলাকারী আবদুস সালাম সিকদার ও তার লোকজন।
সোমবার (৯ ডিসেম্বর) পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত রুহুলের পাশে থাকা তার স্ত্রী এমন অভিযোগ করেন। তিনি জানান, অবৈধভাবে চরের মাটি বিক্রিতে বাঁধা দেওয়ায় আমার স্বামীকে ডেকে নির্মামভাবে কুপিয়ে জখম করে সালাম। এঘটনায় স্বামী এখন প্রায় পঙ্গু অবস্থায়। আমরা এর বিচার চাই।
আহত রুহুল আমিন জেলার সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের আব্দুল মন্নান লাহীর ছেলে।
এ ঘটনায় গত ২৭ নভেম্বর পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সালামসহ ৭জনের বিরুদ্ধে মামলা করে আহত রুহুল। মামলা নং -১৯২৫/২০২৪। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লোহালিয়া নদীর চরের মাটি কেটে অবৈধভাবে বিক্রি করে আসছে সালাম সিকদার।মাটি কাটায় বিভিন্ন সময় বাঁধা দিতো রুহুল আমিন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৬ নভেম্বর সকালে রুহুল আমিনকে লোহালিয়া ব্রিজের ঢালের রাস্তায় ডেকে নিয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সালাম সিকদার ও তার লোকজন। পরে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।
এঘটনায় মামলা দায়েরের পর আসামিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। মামলা তুলে না নিলে রুহুল আমিন এবং তার পরিবারের অন্য সদস্যদের প্রাণ নাশ করা সহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিচ্ছে। এতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান আহতের পরিবারের পরিবারের অন্যান্য সদস্যরা।