ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে গেলে চালকসহ দগ্ধ হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯)।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন—কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) এবং গাড়ি চালক আফজাল আহমেদ (৩৫)। পরে তাদের প্রথমে গফরগাঁও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিস ময়মনসিংহে যাওয়ার পথে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা প্রকৌশলী ও চালক দগ্ধ হন।খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বলেন, দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।