নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় নির্বাচনের দায়িত্ব থাকা আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মোঃ রকিবুল হাসান বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ৫ পর্যন্ত মনোনয়ন বিক্রি, ১০ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জমা, ১১ ডিসেম্বর বাছাই, ১২ ডিসেম্বর বৈধ প্রার্থী ঘোষণা, ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১৪ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ২৪ ডিসেম্বর সকাল ১০ থকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৩ টি পদে কার্যকরী পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।