December 9, 2025 - 12:33 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশথমকে আছে কুয়াকাটায় ডাকবাংলোর ১০তলা ভবন নিমার্ণ কাজ

থমকে আছে কুয়াকাটায় ডাকবাংলোর ১০তলা ভবন নিমার্ণ কাজ

spot_img

মো: বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। কুয়াকাটায় পটুয়াখালী জেলা পরিষদের ডাকবাংলোর ১০তলা ভবন নিমার্ণ কাজে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই ভবন নিমার্ণ কাজের উদ্যোগ নেয়া হয় ২০২০ সালে। জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকার বরাদ্দ নিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়। কিন্তু প্রাথমিক কার্যক্রম শুরুর পরপরই আবার বন্ধ হয়ে যায়। জানা গেছে- ‘কার্যক্রম শুরুর পর ৪ বছর পেরিয়ে গেলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে থমকে আছে গুরুত্বপূর্ণ এই নিমার্ণ কাজ।’

সূত্রমতে, কুয়াকাটায় পটুয়াখালী জেলা পরিষদের ডাকবাংলোর ১০ তলা ভবন নিমার্ণের প্রাথমিক কার্যক্রম শুরুর পরপরই স্থানীয় একটি অসাধুচক্র ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের ফন্দিফিকির শুরু করেন। এর ধারাবাহিকতায় উল্লেখিত ফন্দিবাজচক্রের হোতা ইব্রাহিম শেখ, সোহরাব শেখ এবং জিয়াউর রহমান শেখ গং জমির মালিকানা দাবী করে একটি মামলা দায়ের করেন। পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালতে দায়েরকৃত মামলা নং ১৩৭/২০২১। মামলা দায়েরের পর স্থবির হয়ে পড়ে পটুয়াখালী জেলা পরিষদের ডাকবাংলোর ১০ তলা ভবন নিমার্ণের কাজ।

সংশ্লিষ্ট সূত্রমতে, কুয়াকাটা সমুদ্র সৈকতের কোলঘেঁষা জেলা পরিষদের ৫২ শতাংশ জমি রয়েছে। পাকা নিরাপত্তা প্রাচীরে ঘেরা ওই জমির চৌহদ্দির মধ্যে জেলা পরিষদের দুই তলা বিশিষ্ট ‘ঝিনুক’ নামের একটি ডাকবাংলো রয়েছে। পটুয়াখালী জেলা পরিষদের প্রথম নির্মিত ডাকবাংলোর ওই ভবনটি এখন পরিত্যক্ত। একারণে ভবনটি নিলামে বিক্রি করা হয়েছে।’

সূত্রের দাবী অনুযায়ি- ‘জেএল ৩৪ কুয়াকাটা মৌজার এসএ ১০৫০ নং খতিয়ানের রেকডর্ীয় মালিক ছোমেদ শেখ গং এসএ ৫১৮৪ নং দাগের ৫২ শতাংশ জমি পটুয়াখালী জেলা পরিষদ বরাবর দান করেন। জেলা পরিষদের ডাকবাংলো নিমার্ণের জন্য জমি দান করার কারণে ছোমেদ শেখের ভাই সেকান্দার শেখ কে দারোয়ান কাম কেয়ারটেকার পদে চাকরি দেওয়া হয়। পূর্ব পুরুষের জমি দানের সুবাদে সেকান্দার শেখ অবসরে যাওয়ার পর তার ভাতিজা সোহরাব শেখ কে ওই পদে চাকরি দেওয়া হয়।’ সূত্রের দাবী- ‘উল্লেখিত সোহরাব হোসেন শেখ এর চাকরির মেয়াদ শেষে অবসরের সময় হওয়ার পরপরই লোভে পড়ে অসৎ উদ্দেশ্য হাসিল করতে চাইছেন। একারণে তিনি ইব্রাহিম শেখ এবং জিয়াউর রহমান শেখ গংদের সাথে জোটবেঁধে জেলা পরিষদের উন্নয়ন কাজ বাঁধাগ্রস্ত করার জন্য ন্যাক্কারজনক অপকর্মে লিপ্ত হয়েছেন।’

পটুয়াখালী জেলা পরিষদের উচ্চমান সহকারী শামীম আহমেদ দাবী করেন- ‘সাগরকণ্যা খ্যাত কুয়াকাটায় পর্যটকদের আকর্ষণ বাড়ার পাশাপাশি এখানকার জমির মূল্য বেড়েছে সোনার চেয়েও বেশি। যার কারণে জমির লোভে পড়ে অযথা মামলা-মোকদ্দমার সৃষ্টি করেছে একটি স্থানীয় কুচক্রীমহল। তিনি জানান- ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় জেলা পরিষদের ঝিনুক নামের ডাকবাংলোর জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর জেলা কনডেমনেশন কমিটির সভাপতি জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণাপূর্বক নিলামে বিক্রি করেন।’ তার দাবী অনুযায়ি- ‘ব্যবহার অনুপযোগী ভবনটি নিলামে বিক্রির পর ওই জমির প্রতি উল্লেখিত অসাধুচক্রের লোভ কয়েকগুন বেড়ে যায়। একারণে ওই চক্রটি মামলা জটিলতার সৃষ্টি করায় জেলা পরিষদের ডাকবাংলোর ১০ তলা ভবন নিমার্ণ কাজে অনিশ্চয়তার সৃষ্টি হয়।’ তবে তিনি আশা করেন- ‘করে লোভাতুর চক্রান্তকারীদের ষড়যন্ত্র আইনিভাবে মোকাবেলা করে নতুন ভবন নিমার্ণ কাজ যথাযথভাবে সম্পন্ন করা হবে।

এবিষয়ে মামলার ২নং বাদী সোহরাব শেখ জেলা পরিষদের অনুকুলে জমি দান করার কথা স্বীকার করেন। তিনি বলেন- ‘আমি জমি দাবী করে জেলা পরিষদের বিরুদ্ধে মামলা করিনি। আমার ভাইয়েরা আমাকে মামলার ২নং বাদী বানিয়েছে। তা জানতে পেরে মামলার বাদী থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য আমি আদালতের বরাবরে আবেদন করেছি। এছাড়া জেলা পরিষদের জমি কিংবা অন্য সম্পত্তির ওপর তার কোনো দাবী-দাওয়া নেই বলেও জানান তিনি।’

জেলা পরিষদের উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টিকারী মামলার অন্যতম বাদী জিয়াউর রহমান শেখের সাথে সরাসরি এবং মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও এবিষয়ে কোনো কথা না বলে এ প্রতিবেদককে এড়িয়ে যান তিনি।

পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতার্ বলেন, ‘সাগরকণ্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটক শিল্পের জন্য অপার সম্ভাবনাময়। এ সম্ভবনাকে কাজে লাগাতে হবে। কিছু সংখ্যক দুষ্কৃতকারীর কারণে স্থবির হয়ে পড়া ডাকবাংলোর ১০ তলা ভবন নিমার্ণ কাজ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার...

লিবরা ইনফিউশনসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব...

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে”।...

যমুনা ব্যাংকের “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” নামে ২টি পৃথক...

কমলগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা এলাকায় মোঃ আক্কাছ মিয়া (২২) রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। নিহত আক্কাছ ওই গ্রামের মোঃ আব্বাস মিয়ার বড়...

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর)...

লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। রোববার...

রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’

কর্পোরেট ডেস্ক: টেকসই সবুজ যাতায়াত এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার সম্প্রসারণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ব্যবহারের জন্য পরিবেশ-বান্ধব ‘রবি...