শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়ায় ৩ বোতল, কাকডাঙ্গায় ১২ বোতল, কলারোয়া উপজেলার চান্দুরিয়া থেকে ১৫ বোতল মদ জব্দ করা হয়। এ ছাড়া সিমান্তেী বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান।
উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে এ জমা দেওয়া হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা রাখা হয়েছে।