কর্পোরেট সংবাদ ডেস্ক: বিসিএসসহ সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে মোখলেস উর রহমান এ তথ্য জানান।
সিনিয়র সচিব জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।
মোখলেস উর রহমান বলেন, ‘বিসিএসে পিএসসিতে আবেদনের ক্ষেত্রে আগে ছিল ৭০০ টাকা, তারা প্রস্তাব করেছেন ৩৫০ টাকা। কিন্তু আজ সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটা হবে ২০০ টাকা। পিএসসিতে ৪৭তম বিসিএসে আবেদন করতে হলে ২০০ টাকা লাগবে।’ তিনি আরো জানান, বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না।
তিনি বলেন, আরেকটি বিষয় ছিল আমরা মনে করেছিলাম এটা কম কিন্তু এটা কম নয়, যারা প্রতিবন্ধী প্রার্থী তাদের আলাদা একটা ফি ছিল সেটা ১০০ টাকা। এটা কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব এসেছিল। ৫০ টাকা মানে কি- তারা যে টাকা (অন্যদের মতো ফি) দিত সেটার অতিরিক্ত এই টাকা দিত, তাদের জন্য স্পেশাল অ্যারেজমেন্ট। আজ থেকে এই অতিরিক্ত টাকাটাও দেওয়া লাগবে না। এটা ফ্ল্যাট রেট ৪৭তম বিসিএস থেকে যেই বিসিএসে অ্যাপ্লাই করবে ২০০ টাকা।
আগে প্রতিবন্ধীদের কাছ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হতো। এখন তাদের অন্যদের মতো শুধু ২০০ টাকা ফি দিতে হবে।
এর আগে, গত সোমবার বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম সার্ভিস কমিশন (পিএসসি)।
পিএসসির একজন কর্মকর্তা সেদিন সংবাদমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি ছিল বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার। এটা শুধু বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে এ প্রস্তাব করা হয়েছে। আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার স্থলে ১০০ নম্বর করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।