ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর)দিনগত রাতে মেজর মো. নোমান মুনসির নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল ভালুকা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. আবু রায়হান, মো. আকিব হাসান আপন, ফাহিম হাসানকে আটক করা হয়।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, আটককৃতদের প্রত্যেকের নামে থানায় মাদক মামলা রয়েছে এবং পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল।তারা প্রত্যেকেই বড় ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটকের পর তাদের তল্লাশি করে ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে আসামিদের ভালুকা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মেজর মো. নোমান মুনসি জানান, মাদক কারবারি যতই প্রভাবশালী ও শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।