নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগ জানিয়েছেন, এবার বিজয় দিবসে থাকছেনা পুস্পস্তক অর্পণ ও কচকাওয়াজ। সরকারি চিঠির বরাত দিয়ে এমন তথ্য তুলে ধরেন তিনি। তবে বিজয় দিবসে একদিনের জন্য বিশেষ গ্রামীণ বিজয় মেলা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে (বিআরডিবি হল) উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে দুই দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবিবুর রহমানের পরিচালানায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো.নুরুউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম ও বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুস সামাদ, সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির উপদেষ্টা মো.আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসান এবিএম আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো.হাফিজুল ইসলাম,সমাজ সেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম, সিংগাইর প্রেসক্লাবের সদস্য সচিব মো.রকিবুল হাসান বিশ্বাস, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. সোহরাব হোসেন প্রমুখ। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো.রাশেদুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান শিশির,সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আরিফুর রহমান,সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সবশেষে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন।