উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক এলাকায় ভূতগাছা গ্রামের পাশে বাস চাপায় মোটরসাইকেল চালক জাকারিয়া ইসলাম জয় (৩৬)নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৬ টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ভুতগাছা গ্রামের পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া হোসেন উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের দেলোয়ার হোসেন আকন্দের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী,৭ম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও একজন শিশু সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকারিয়া হোসেন জয় সন্ধ্যার পর তার অফিসের সকল কাজ শেষ করে মোটরসাইকেল যোগে উল্লাপাড়া পৌর শহরে তার নিজ বাসা ঝিকিড়ায় আসার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি অটোভ্যান অভারটেক করার সময় যাত্রীবাহী বাস পিছন থেকে চাপ দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে।পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকারিয়া হোসেনের মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।