নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ফাস ফাইন্যান্স ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে ৩১ মার্চ’২০২৪ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৪ টাকা ৮৫ পয়সা।
৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৯ টাকা ৮৯ পয়সায়।
পাশাপাশি ফাস ফাইন্যান্সের ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৯ টাকা ৩০ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৫ পয়সায়।
অন্যদিকে ফাস ফাইন্যান্সের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-৩০সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ১৩ টাকা ৬৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকা ৭৪ পয়সায়।