April 29, 2025 - 7:52 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকমধ্য প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা, বাড়িঘরে আগুন

মধ্য প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা, বাড়িঘরে আগুন

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতার আগুনে পুড়লো অন্তত ১২টি বাড়ি। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজ্যের গুনা জেলার ফতেহগড় থানার অন্তর্গত পানহেটি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় ভিল সম্প্রদায়ের লোকজন বনজারা সম্প্রদায়ের বাড়িগুলোতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলার সময় অধিকাংশ গ্রামবাসী নিকটবর্তী ক্ষেতে কাজ করছিলেন। ফলে প্রাণহানি না হলেও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় বনজারা সম্প্রদায়ের পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, পানহেটি গ্রামে ভিল ও বনজারা সম্প্রদায়ের মধ্যে বনভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দীপাবলির সময় উভয় সম্প্রদায়ের সংঘর্ষে গলসিং ভিল ও কাল্লু বনজারা নামে দু’জন গুরুতর আহত হন। সোমবার রাতে গলসিং ভিল ইন্দোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর প্রতিশোধ নিতে ভিল সম্প্রদায়ের সদস্যরা মঙ্গলবার সকালে এই হামলা চালায় বলে অভিযোগ।

গ্রামটিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়ালিয়রের আইজি অরবিন্দ সাক্সেনা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সুপারিনটেনডেন্ট অব পুলিশ ও তার দল ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত চালাচ্ছেন। অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত বনজারা সম্প্রদায়ের সদস্যরা সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ত্রাণ সহায়তার দাবি তুলেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩ দশমিক ৫ মিলিয়ন...

বাংলাদেশে ব্যবসার লাইসেন্স পেলো ইলন মাস্কের স্টারলিংক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) এই লাইসেন্স অনুমোদন করেন তিনি।...

হজযাত্রীদের সেবায় অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম...

হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...

মেঘনা ব্যাংকের ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন উজমা চৌধুরী সভাপতিত্ব করেন। পর্ষদ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি...