শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা সহ একই পরিবারের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ হারুনুর রশিদ (৪৫), স্ত্রী মোছাঃ রোকসানা বেগম (৩৮) ও ছেলে উজ্জল মিয়া (২১) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তারা একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মোঃ হারুনুর রশিদ ও তার স্ত্রী মোছাঃ রোকসানা বেগম এবং ছেলে উজ্জল মিয়া।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ক্যাম্পের সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ হারুনুর রশিদ, মোছাঃ রোকসানা বেগম ও উজ্জল মিয়াকে আটক করা হয়। পরে হারুনুর রশিদের বসতবাড়ির ঘরে তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন ও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এব্যাপারে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক কারবারি বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।