December 8, 2025 - 9:11 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতসাবেক এমপি মমতাজের বিরুদ্ধে তিনটি পৃথক হত্যা মামলা

সাবেক এমপি মমতাজের বিরুদ্ধে তিনটি পৃথক হত্যা মামলা

spot_img

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে ২০১৩ সালের আলোচিত ৪ হত্যাকান্ডের ঘটনায় সাবেক এমপি ও কন্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাটি করেন নিহত আলমগীর হোসেনের স্ত্রী গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের মোঃ রফেজ উদ্দিনের মেয়ে রাফেজা (৩৭)।

এর আগে গেল অক্টোবর মাসে আলাদাভাবে দুটি মামলা দায়ের করেন দুই নিহতের দুই স্বজন। এ মামলায় আরো আসামী করা হয়েছে তৎকালীন মানিকগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার,ডিবি পুলিশের একাধিক পরিদর্শক, ৩৭ পুলিশ সদস্যসহ ৮২ জন এবং অজ্ঞাত ২৫ জনসহ সব মিলিয়ে ১০৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিংগাইরে হত্যাটি মামলাটি দায়ের হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রমতে, ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১০টার হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত সময়ে ইসলাম ও সমমনা দল সমূহের পূর্ব ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল পালন কালে সিংগাইর গোবিন্দল নতুন বাজার চার রাস্তার মোড়ে হেমায়েতপুর টু মানিকগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে হরতালের সমর্থনে শতশত ধর্মপ্রাণ সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ জনস্রোতে পরিণত হলে চরম ইসলাম বিদ্বেষী ও বিগত স্বৈরশাসক সরকার দলীয় আসামীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আলমগীর, নাসির, নাজিমুদ্দিন মোল্লা ও শাহ আলমসহ চারজন নিহত হন।

এ মামলায় অন্যান্য আসামী হলেন-মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদ (৫০), সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান সায়েদুল ইসলাম (৫০)। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রমজান আলী চেয়ারম্যান, শওকত হোসেন বাদল, সিংগাইর দলিল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক আজিমপুরের মৃতঃ নুরুল হক ফকিরের ছেলে মনিরুল ইসলাম পলাশ (৪০) সহ ৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া আসামী পুলিশ সদস্যরা হচ্ছেন- তৎকালীন দায়িত্ব থাকা মানিকগঞ্জ সদরের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিংগাইর থানার এস আই আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেনসহ ৩৭ জন।

আলোচিত হত্যা মামলার বাদী নিহত আলমগীর হোসেনের স্ত্রী রাফেজা’র মামলায় অভিযোগ করে বলেন, পুলিশ আসামিদের বিরুদ্ধে আইনানুগ দায়িত্ব পালন না করে উল্টো তারাই পুলিশের পোষাক পরিধান করে এলোপাথারী গুলি বর্ষণ করে হত্যাকান্ডে অবৈধভাবে অংশগ্রহণ করেন।

তিনি আরো বলেন, আমার স্বামীর দাফন কাফনের কাজে ব্যস্ত থাকায় আমার পক্ষে মামলার স্বাক্ষী মিঠু চেয়ারম্যান এজাহার দায়ের করিতে থানায় গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করিয়া উল্টো হুমকি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে মামলায় আসামি করে চালান দিয়ে দিবো। তিনি ভয়ে থানা হইতে দ্রুত চলে আসেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক তিনটি হত্যা মামলার আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার...

লিবরা ইনফিউশনসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব...

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে”।...

যমুনা ব্যাংকের “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” নামে ২টি পৃথক...

কমলগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা এলাকায় মোঃ আক্কাছ মিয়া (২২) রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। নিহত আক্কাছ ওই গ্রামের মোঃ আব্বাস মিয়ার বড়...

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর)...

লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। রোববার...

রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’

কর্পোরেট ডেস্ক: টেকসই সবুজ যাতায়াত এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার সম্প্রসারণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ব্যবহারের জন্য পরিবেশ-বান্ধব ‘রবি...