November 2, 2024 - 4:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকুলাউড়ায় বেড়াতে গিয়ে নিখোঁজ নবদম্পতির খোঁজ মিলেছে

কুলাউড়ায় বেড়াতে গিয়ে নিখোঁজ নবদম্পতির খোঁজ মিলেছে

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় নবদম্পতি ব্যবসায়ী সালাম আহমদ (২৩) ও তার স্ত্রী ফারজানা আক্তার (১৯) ছয় দিন ধরে আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সূত্রের ভিত্তিতে স্বজনেরা গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ারবাজার এলাকায় তাদের সন্ধান পান।

এ দম্পতি নিখোঁজের বিষয়ে সম্প্রতি তাদের স্বজনদের পক্ষ থেকে মৌলভীবাজারের কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এ দম্পতির বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকায়। পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় সালামের পান বিক্রির পাইকারি দোকান রয়েছে। প্রায় সাড়ে চার মাস আগে ফারজানার সঙ্গে তাঁর বিয়ে হয়।

সালামের বড় ভাই আলী আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, সালাম ব্যবসার জন্য স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ বিভিন্ন অঙ্কের টাকা ধার নেন। বিষয়টি সালাম পরিবারের অন্য সদস্যদের জানাননি। সম্প্রতি পাওনাদারেরা টাকার জন্য তাকে চাপ দিতে থাকেন। এতে বাধ্য হয়ে সালাম স্ত্রীকে নিয়ে কুষ্টিয়ায় পরিচিত এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আত্মগোপনে চলে যান। সালাম কৌশলে নিজের দোকানের কর্মচারীর কাছ থেকে বিকাশে ৩০ হাজার টাকা নেন। চট্টগ্রামের বাঁশখালীতে প্রথমে একটি আবাসিক হোটেলে ভাড়া থাকেন তারা। পরে সেখানে একটি বাসা ভাড়া নেন।

আলী আহমদ আরও বলেন, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সালামের অবস্থান চট্টগ্রাম বলে জানা যায়। এরপর কুলাউড়ার পরিচিত কয়েকজনের সহযোগিতায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হন তারা। বৃহস্পতিবার সকালে বাঁশখালীর মিয়ারবাজার এলাকার একটি বাসায় সালাম ও তার স্ত্রীর সন্ধান মেলে। এ সময় দু’জনই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে সালাম আত্মগোপনের ঘটনাটি তাদের জানান। সালাম ও তার স্ত্রীকে উদ্ধারের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা মাইক্রোবাসে করে চট্টগ্রাম থেকে কুলাউড়ায় ফিরছেন।

পুলিশ সূত্রের বরাতে জানায়, ব্যবসায়ী সালাম ও তার স্ত্রী ফারজানার নিখোঁজের ঘটনায় আলী আহমদ ২৭শে অক্টোবর জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, ২৫শে অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় পরিচিত এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে সালাম স্ত্রী ফারজানাকে নিয়ে রওনা দেন। এর পরদিন (২৬ অক্টোবর) দুপুরের দিকে সালাম অন্য একটি মুঠোফোন থেকে নিজের দোকানের এক কর্মচারীকে ফোন করে বিকাশে ৩০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে কর্মচারী ওই ফোন নম্বরে টাকা পাঠান। এর পর থেকে সালামের ব্যক্তিগত ফোন বন্ধ পাওয়া যায়। বিকাশে টাকা পাঠানোর নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হওয়ায় ভেড়ামারার ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সালাম ও তার স্ত্রী সেখানে যাননি।

জিডির তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়ী সালাম ও তার স্ত্রীর সন্ধান মিলেছে বলে স্বজনেরা তাদের জানিয়েছেন। তারা কুলাউড়ায় ফিরেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাবেক কৃষিমন্ত্রী শহীদদের সম্পদের পাহাড়

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: স্ত্রী ও সন্তানদের নামে বাড়ি, ঢাকাসহ বিভিন্ন স্থানে আটটি অ্যাপার্টমেন্ট, মার্কেট ও বাগানবাড়িসহ কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন মৌলভীবাজার-৪...

নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধান উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের নারী ফুটবলারদের বেতন কাঠামো, আবাসন ও অনুশীলন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের...

তারাকান্দায় ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় ৭ বছরের ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আশরাফুল(১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আশরাফুল তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের দর্জিগাতী গ্রামের...

ট্রাকভর্তি জিরা লুটের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতা মাহাদীকে দল থেকে বহিষ্কার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ট্রাকভর্তি জিরা লুটের ঘটনায় গ্রেফতার ছাত্রদল নেতা মাহিদুর রহমান ওরফে মাহাদীকে দলথেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার মাহিদুর রহমান ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের...

সেন্টমার্টিনে ফিরেছে বিদ্যুৎ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুৎ ফিরেছে। ফলে দ্বীপের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা...

ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর...

সিলেটে অস্থিতিশীল চালের বাজার

সিলেট প্রতিনিধি : সিলেটে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে। ৫০ কেজির বস্তায় ধরনভেদে ২০০ থেকে ২৫০ টাকা...

ত্রিশালে নাইটগার্ডের চিৎকারে ট্রাক ভর্তি স্লিপার ফেলে পালালো চোরেরা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ ত্রিশালে নাইটগার্ডে ডাক-চিৎকারে পরিত্যাক্ত রেলের ৩০ স্লিপার ও মিনি ট্রাক ফেলে পালিয়েছে একদল চোর। শুক্রবার (১ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের...