গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পাশে শরীফ মেডিকেলের সামনে মাদক কেনাবেচার সময় দুইজনকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পাথরডুবি গ্রামের আব্দুল হামিদের ছেলে রবিউল আলম উজ্জ্বল (২৪) ও রাজশাহী জেলার চারঘাট থান চামটা গ্রামের আবুল হোসেনের ছেলে ফারুক হোসেন (১৯)। তারা উভয়ই কোনাবাড়িতে ভাড়া বাসায় থেকে এলাকার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।