শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে স্বামী-স্ত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে কালিয়ানি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-পাশ্ববর্তী কলারোয়া উপজেলার পশ্চিম খদ্দ গ্রামের মৃত নরিম গাজী ছেলে আজিজুল গাজী ও তার স্ত্রী শাহানারা খাতুন। এ সময় তাদের তল্লাশি করে ২ টি ভারতীয় মোবাইল ফোন, তিনটি ভারতীয় এনআইডি ও স্মার্ট কার্ড। ২ হাজার চারশত পঞ্চাশ ভারতীয় রুপি ও ১ হাজার ৫ শত বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১২ অক্টোবর) দুপরে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানায়, সদর উপজেলার কালিয়ানি সীমান্ত দিয়ে শুক্রবার মধ্যেরাতে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।
এ সময় কালিয়ানি সিমান্তের সীমানা পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটককৃতরা স্বামী স্ত্রী বলে জানা গেছে।
আটককৃতরাসহ তাদের পাচারকারী চক্রের দুই সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।