গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ৭ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হলেন-সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সাতবাড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৯)। সে মিরপুরের ভাসান টেকে থেকে টঙ্গীতে হামীম গ্রুপে চাকুরী করতো।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাকিবুল ছুটি শেষে বাড়ি থেকে আসার পথে পিছন দিক থেকে তাকওয়া পরিবহন তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।