সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিশেষ অভিযান পরিচালনা করে সিংগাইর পৌরসভার সাবেক মেয়র ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর তাদের ছেলেসহ আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন থানা পুলিশ ।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন-সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো.শাহজাহান (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন সজিব ওরফে বাবু (২৫), ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আতাউর রহমান (৫৮) ও তার ছেলে আমিনুর রহমান (২৫) এবং জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.মিজানুর রহমান(৪০)।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন, তরিকুল ইসলাম ভূইয়া হানিফ বাদী হয়ে থানায় ১টি চাঁদাবাজি ও মারামারি মামলা করেন। আটককৃতদের এ মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতের প্রেরন করা হয়েছে।