মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ডুলাহাজারায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাহাফামুল হাসান তামিম (২২) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত তামিম ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রংমহল গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো:মনিরুজ্জামান জানায়, মালুমঘাট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।গাড়িটি শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। স্থানীয়রা জানায় একটি ট্রাক্টরের ধাক্কায় মটর সাইকেল দূর্ঘটনার ঘটনা ঘটে।