সাইফুল ইসলাম তানভীর, নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা।
বুধবার (২ অক্টবর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিংগাইর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. সারোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আহসান উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বেলায়ত হোসেন জনি, উপদেষ্টা ওবাইদুর রহমান, মোহাম্মদ আলী, সহ-সভাপতি মো. খন্দকার সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি অন্তবর্তীকালীন সরকার। আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিকের শিক্ষকরা শিক্ষার সুঁতিকাগারের কাণ্ডারি।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে যোগ্যতা স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩তম, যেখানে অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। তাছাড়া প্রাথমিক শিক্ষকগণ এখনো ৩য় শ্রেণির কর্মচারী। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দশম গ্রেড পেতে প্ৰতিবন্ধকতা শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতা। শিক্ষকগণ আশা ব্যক্ত করে বলেন, আমাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই আমাদের দাবি পূরণ করবেন। পরে মানববন্ধন শেষে সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সহকারী শিক্ষকরা।
এ সময় সহকারী শিক্ষক মো. আজানুর রহমান, মো. মাসুদ রানা, খায়রুন নাহার নিপা, শিউলি আক্তার হীরা, ফারহানা আক্তার, শাহনাজ মুন্নিসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।