October 7, 2024 - 10:29 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ম্যানুয়াল নয়্যার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ম্যানুয়াল নয়্যার

spot_img

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির অন্যতম সেরা গোলকিপার ম্যানুয়াল নয়্যার। বুধবার (২১ আগস্ট) সামাজিকযোগাযোগ মাধ্যমে সেই কথা জানিয়েছেন ৩৮ বছরের এ তারকা।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি দলের অন্যতম তারকা লিখেছেন, ‘‘একটা সময়ের পরে এই দিনটা চলেই আসে। সকলেই জানেন, সেই সিদ্ধান্ত নেওয়া কত কঠিন হয়ে পড়ে। আমার কাছেও সেই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না।’’

তিনি আরও লিখেছেন, ‘‘শারীরিক ভাবে এই মুহূর্তে যতটা সুস্থ রয়েছি তাতে হয়তো ২০২৬ সালের বিশ্বকাপেও খেলতে পারতাম। কিন্তু তার পরেই মনে হল, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময়। এটা নিয়ে আমার মধ্যে আর কোনও দ্বিধা ছিল না বলেই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এবার খেলব শুধু বায়ার্ন মিউনিখের হয়ে।’’

অবসরের ঘোষণা দেয়ায় গত ইউরোয় কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা জার্মানির ম্যাচটিই হয়ে রইলো নয়্যারের শেষ ম্যাচ। ঘরের মাঠে স্প্যানিশদের বিপক্ষে হারের স্মৃতি নিয়েই আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি।

তবে নিজের ক্যারিয়ার নিয়ে গর্বের কথাই জানিয়েছেন জার্মানির কিংবদন্তি এই গোলরক্ষক। তিনি বলেন, ‘আজ যখন পেছনে ফিরে তাকাচ্ছি, তখন গর্ববোধ হচ্ছে। বিশেষভাবে ২০১৪ সালে ১৩ জুলাইয়ের কথা, যেদিন আমরা ব্রাজিলে একসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। চোটে পড়ার আগপর্যন্ত ৭ বছরে ৬১ ম্যাচে জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক হিসেবে মাঠে নামা সব সময়ই ছিল সম্মানের।’

২০১৪ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। সেবার ঘরের মাঠে ৭-১ গোলের লজ্জার হার হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের। মারাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে স্বাগতিকদের গোলবন্যায় ভাসিয়েছিল জার্মানি, এরপর শিরোপাও জিতে নিয়েছিল দলটি। সেবার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন জার্মানির ম্যানুয়াল নয়্যার। ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন নয়্যার।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ