October 7, 2024 - 11:20 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশর‌্যাব-শিক্ষার্থীদের অভিযানে পিকআপ থেকে ১৬৭ বোতল মদ উদ্ধার, আটক ৪

র‌্যাব-শিক্ষার্থীদের অভিযানে পিকআপ থেকে ১৬৭ বোতল মদ উদ্ধার, আটক ৪

spot_img

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহে র‌্যাব ও শিক্ষার্থীদের যৌথ অভিযানে শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা এলাকায় একটি পিকআপ থেকে ১৬৭ বোতল বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম জানান, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান টোল প্লাজা এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের সহযোগিতায় তল্লাশি চালানো হয়। এতে পিকআপ ভ্যানে কৌশলে রাখা ১৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইয়াাসিন আরাফাত (১৮), মাহিন (১৮), হাবিবুর রহমান (২০) ও শাহীন মিয়া (২৫)। আটককৃতরা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বাসিন্দা। মাদক বহন করায় পিকআপ ভ্যানটিও জব্দ করে র‌্যাব।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় এসব মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ