November 23, 2024 - 9:06 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঅলিম্পিক ফুটবলের ইতিহাসে প্রথম পদক মরক্কোর

অলিম্পিক ফুটবলের ইতিহাসে প্রথম পদক মরক্কোর

spot_img

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবল ইতিহাসে প্রথম পদক জয় করেছে মরক্কো। চলমান প্যারিস অলিম্পিকে পুরুষ বিভাগে স্থান নির্ধারণী ম্যাচে মরক্কো ৬-০ গোলে হারিয়েছে মিশরকে। নঁতে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর হয়ে জোড়া গোল করেন সুফিয়ান রাহিমি। প্যারিস অলিম্পিকে সর্বোচ্চ ৮ গোল করেছেন সুফিয়ান। ৪ গোল নিয়ে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন স্পেনের ফারমিন লোপেজ ও ফ্রান্সের জিন-ফিলিপ মাতেতা।

রাহিমির পর মরক্কোর হয়ে একটি করে গোল করেন অধিনায়ক আচরাফ হাকিমি, আবদে এজ্জালজৌলি, বিলাল এল খান্নুউস ও আকরাম নাকাচ।

অলিম্পিকে দেশকে প্রথম পদক এনে দিতে পেরে গর্বিত মরক্কো ফুটবল অধিনায়ক হাকিমি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই পদক জিতে আমরা গর্বিত। স্বর্ন পদক জিততে চেয়েছিলাম, কিন্তু দূর্ভাগ্যজনকভাবে ফাইনালে উঠতে পারিনি আমরা। তবে নিজেদের সেরাটা দিয়েছি এবং মরক্কোকে ঐতিহাসিক পদক এনে দেওয়ার নজির গড়েছি।’

মরক্কোর সমর্থগোষ্ঠীকে ধন্যবাদ জানাতে ভুল করেননি হাকিমি। তিনি বলে, ‘এখানে এবং মরক্কোতে থাকা সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা শুধুমাত্র দেশের জন্য নয়, আফ্রিকান ফুটবলের জন্যও দরজা খুলে দিয়েছি। এ ম্যাচে আমরা আফ্রিকার দু’টি দল ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করেছি। সবাই আমাদের খেলা দেখেছে এবং উপভোগ করেছে।’
গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে এবারের আসর শুরু করে মরক্কো। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের ২-১ গোলে কাছে হেরে যায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারায় মরক্কো।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারফাইনালে উঠে মরক্কো। শেষ আটের লড়াইয়ে মরক্কো ৪-০ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে। তবে সেমিফাইনালে থেমে যায় মরক্কোর মিশন। শেষ চারে স্পেনের কাছে ২-১ গোলে হেরে যায় মরক্কো।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...