মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। চলমান কারফিউ শিথিলে এই ট্রেন চালানো হবে। সেই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার আলম রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয় থেকে স্বল্প দূরত্বে কয়েকটি কমিউটার ট্রেন পরিচালনা করবে। যতক্ষণ কারফিউ শিথিল থাকবে, ততক্ষণই এই ট্রেনগুলো চলবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা -যশোর – বেনাপোলের উদ্দেশ্যে বেনাপোল কমিউটার(বেতনা) ছাড়াও বেনাপোল -যশোর-খুলনা – মোংলা থেকে খুলনা পর্যন্ত কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেন চলাচল করতে পারে।
রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, কমিউটার ট্রেনগুলো পরীক্ষামূলকভাবে পরিচালনা করে সার্বিক পরিস্থিতি নজরে রাখা হবে। এরপর ধীরে ধীরে আন্তঃনগর ট্রেনগুলো পরিচালনা শুরু করবে রেলওয়ে।
বেনাপোল রেল স্টেশনের মাস্টার মোঃ সাইদুজ্জামান বলেন আগামীকাল বৃহস্পতিবার খুলনা থেকে , যশোর, বেনাপোল, পর্যন্ত। বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেনটি চলাচল করবে। মংলার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেনাপোল থেকে সকাল ৯ঃ১৫ মিনিটে। মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসবে, গন্তব্য শেষ দিনে একবার চলবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।