বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় টিনের ছাউনি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাবির খন্দকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ডিমশহর মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মৌলভীপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে কবির।
এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, কাবির নিজ বাড়িতে টিনের ছাউনি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি একটি কাঁচা বাঁশ টিনের ছাউনি দিতে গেলে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবসত বাঁশটি লাগলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনার পরে স্থানীয়রা দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি ইউটি মামলা হবে।