October 6, 2024 - 7:08 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাজার্মানিকে কাঁদিয়ে সেমিফাইনালে স্পেন

জার্মানিকে কাঁদিয়ে সেমিফাইনালে স্পেন

spot_img

স্পোর্টস ডেস্ক: জার্মানিকে কাঁদিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শুক্রবার রাতে ঘরের মাঠের পূর্ণ সমর্থন নিয়ে খেলেও স্পেনকে হারাতে পারলো না জার্মানি। আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন প্রথমে গোল করে এগিয়ে গেলেও জার্মানি হাল ছাড়েনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সমতা ফেরে তারা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটের মাথায় গোল করেন মিকেল মেরিনো। এতেই স্বাগতিক জার্মানদের হৃদয় ভেঙে ইউরোপ সেরার লড়াইয়ে ঠিকে রইলো স্পেন।

স্বাগতিক কোনো দলকে এর আগে হারায়নি স্পেন। এমন এক তিক্ত রেকর্ড নিয়েই শুক্রবার জার্মানির স্টুটগার্ডে নামে স্পেনিশরা। অন্যদিকে ঘরের মাঠ হওয়ায় পুরো মাঠজুড়ে জার্মান সমর্থক। বার বার ম্যাচের রং বদলালেও শেষ হাসি হাসে স্পেনিশরাই।

খেলা শুরুর ৫০ মিনিটে এক গোলে এগিয়ে যায় স্পেন। তবে শেষ সময়ের গোলে সমতায় ফেরে জার্মানি। তবে অতিরিক্ত ৩০ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের দুর্দান্ত সেই গোল ম্লান হয়ে যায়। ১১৯ মিনিটের মিকেল মোরেনোর গোলে ২-১ ব্যবধানে সেমির টিকিট নিশ্চিত করেই মাঠে ছাড়ে স্পেন।

ঘরের মাঠ হওয়ায় এবার জার্মানির সামনে ইউরোর শিরোপা নেয়ার সুবর্ণ সুযোগ ছিল। তবে স্পেনের বাধায় এবারের মতো তা আর হলো। এর মাধ্যমে জার্মান তারকা টনি ক্রুসের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারেরও হতাশজনক সমাপ্তি ঘটল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ