ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (২০ জুন) দ্বিতীয় দিনে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে প্রতিটি মূল্যসূচক। লেনদেন বেড়ে আগের দিনের দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে বাজারে আস্থা ফিরে পাওয়ার একটা আভাস দেখা দিয়েছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ১১ কোটি ২০ লক্ষ ৯২ হাজার ৭৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৫৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮২.৭৫ পয়েন্ট বেড়ে ৫২৪৪.১৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩১.৩৪ পয়েন্ট বেড়ে ১৮৭৫.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২৪.৭৫ পয়েন্ট বেড়ে ১১৪৬.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮৮টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটোরিজ, লিন্ডে বিডি, সী পার্ল বীচ, বীচ হ্যাচারী, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ফরচুন সুজ ও তৌফিকা ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ওয়ালটন, জেমিনী সী ফুড, অ্যাপেক্স ফুড, মনোস্পুল পেপার, মুন্নু এগ্রো, লিব্রা ইনফিউশন ও রেনেটা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গেøাবাল হেভী কেমিক্যাল, ন্যাশনাল টি, আইসিবি ইসলামি ব্যাংক, পিপলস লিজিং, সাফকো স্পিনিং, মিথুন নিটিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিল, দুলামিয়া কটন ও জিল বাংলা সুগার মিল।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৩৬৪৯৮৫৫৩১৫০.০০।