নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৩.৪৩ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭৭ কোটি ১৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৯.৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮৬ কোটি ৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ২০ লাখ টাকা।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২২.৪১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৭০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, বিডিকম অনলাইন, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।