আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশ এলাকা। চলছে উদ্ধার অভিযান। তবে আফটারশকের কারণে সেখানের মানুষের আতঙ্ক কমছে না। এমন পরিস্থিতিতে ঘরে ফিরতে ভয় পাচ্ছে তারা।
মারাকেশ থেকে আল-জাজিরার সাংবাদিক জোনাহ হাল জানিয়েছেন, পুরোনো শহরের এক কেন্দ্রীয় স্কয়ারে প্রচুর মানুষ দেখা গেছে। শনিবার এখানেই তাদের রাত কেটেছে।
রোববার সকালে তিনি জানিয়েছে, কিছু ভবন ঝুকিপূর্ণ অবস্থায় থাকার কারণে পুলিশ বাসিন্দাদের ঘরে ফিরতে নিষেধ করেছে।
হাল জানিয়েছেন, অনেকেই আতঙ্কিত হচ্ছেন আফটারশকের কারণে। বাইরে থাকতেই স্বস্তিবোধ করছেন তারা।
অনেকেই সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ওই স্কয়ারে যারা থাকছেন তাদের সহায়তা করার চেষ্ট করছেন স্বেচ্ছাসেবকরা।
এদিকে ভূমিকম্পটিতে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ দুর্যোগে নিহত দুই হাজার ১২ জনে পৌঁছেছে। তাছাড়া এখন পর্যন্ত দুই হাজার ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার কিছু পর আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। এতে নিহত অধিকাংশ লোকজন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা, যেখানে পৌঁছানো খুব কঠিন।