চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো. ইছাক ইমন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৭)।
গত শুক্রবার (০১ সেপ্টেম্বর) উপজেলার কলেজ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত মো. ছৈয়দের ছেলে।
এছাড়াও গ্রেপ্তার যুবক শিকলবাহা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা গেছে, সে ফেসবুকে এক নারীর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ওই নারীর পরিবার তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন। যার সাইবার পিটিশন মামলা নং-১০১/২৩।
যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (২) ও ২৬ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। সঙ্গত কারণে মামলার বাদি ও ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করা সম্ভব হয়নি।
মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ধারায় রয়েছে আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য-উপাত্ত প্রেরণ ও প্রকাশ এবং ২৬ ধারায় রয়েছে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহারের দণ্ড ইত্যাদি।
অভিযুক্ত যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম যে পোস্ট করেছেন তাতে ঐ নারীর পরিবার ও তার মানহানিসহ উল্লেখিত অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, ইমনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওয়ারেন্ট মূলতবী ছিল। তাই র্যাব ৭ এর একটি টিম গ্রেপ্তার করেন। পরে তাকে কোর্টে পাঠানো হয়েছে।